নাটোরের নলডাঙ্গার বাসুদেবপুর রেল স্টেশন থেকে ট্রেনের ৩৬৫০ লিটার চোরই তেল সহ তেল চোর চক্রের ৫ সদস্যকে আটক করেছে র্যাব-৫। এ সময় তাদের কাছে থাকা তেল বিক্রির ৭৪৮০ টাকা উদ্ধার এবং চোরাই জ¦ালানী (ডিজেল) ব্যবসায় ব্যবহৃত ১টি ভ্যানও উদ্ধার করা হয়। আজ সোমবার সকালে উপজেলার বাসুদেবপুর রেল স্টেশন থেকে তাদের আটক ও তেল উদ্ধার করা হয়।
র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি, এসএম জামিল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ট্রেনের তেল চোর চক্রের কয়েকজন সদস্য তেল চুরি করে বিক্রয় করার জন্য বাসুদেবপুর রেল স্টেশনে অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানকালে বাসুদেবপুর স্টেশনের পাশে ড্রামে সংরক্ষিত অবস্থায় ৩ হাজার ৬৫০ লিটার চোরাই ট্রেনের জ্বালানী (ডিজেল) উদ্ধার করেন। পরে ট্রেনের জ্বালানী তেল চুরির সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করা হয়। আটককৃতরা নওগাঁর আত্রাই থানার উচল কাশিমপুর এলাকার মৃত ছহির উদ্দিনের ছেলে আব্দুল বারেক (৫০), নলডাঙ্গা থানার বাসুদেবপুর বাজার মাস্টার পাড়ার মৃত লুৎফর রহমানের ছেলে সাইফুল ইসলাম (৩২), বাসুদেবপুর রেল কলোনীর মৃত আইন উদ্দিন ফকিরের ছেলে রফিকুল ইসলাম (৫০), বাসুদেবপুর বাজারের লুৎফর প্রামানিকের ছেলে মুক্তার প্রামানিক (৩০) ও বাসুদেবপুর পূর্ব পাড়ার আশরাফুল ইসলাম @ মহসিন (৩৮)। আটককৃতরেদর বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ঠ থানায় সোপর্দ করা হয়েছে।