নাটোর প্রতিনিধি:
বিএনপি চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নাটোরে গণঅনশন কর্মসুচি পালন করেছে বিএনপি। দেশব্যাপী কর্মসুচির অংশ হিসেবে শনিবার সকালে শহরের আলাইপুর এলাকায় দলের অস্থায়ী কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি এ কর্মসুচির আয়োজন করে জেলা বিএনপি। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ, সদস্য গোলাম মোর্শেদ, রুহুল আমিন টগরসহ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। এ সময বক্তারা বলেন, বেগম জিয়া এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষনে। তিনবারের নির্বাচিত এই প্রধানমন্ত্রীর কিছু হলে এদায় সরকারকেই নিতে হবে। আইনের মধ্যে থেকে বেগম জিয়ার বিদেশে নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহবান জানান বক্তারা।