ডেস্ক নিউজ
যুদ্ধাপরাধীদের দল খ্যাত ২০ দলীয় জোটের শরিক দল জামায়াতের ইসলামীর আদর্শ প্রতিষ্ঠায় বরাবরই সোচ্চার বিএনপি। নানা সময়ে যুদ্ধাপরাধীদের পক্ষে কথা বলে বিতর্কিত হয়েছেন নেতারা। সম্প্রতি রাজাকারের নতুন তালিকা নিয়ে কথা বলতে গিয়েও ফেঁসে গেছেন দলটির নেতারা। আর সে বিতর্ক এড়াতে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন করছে বিএনপি।
বিএনপির একটি ঘনিষ্ঠ সূত্রের বরাতে এমন তথ্য জানা গেছে। সূত্র বলছে, সরাসরি তারেক রহমানের নির্দেশে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটি সফল করার বিষয়ে সম্পূর্ণ দায়ভার তারেক রহমান মির্জা ফখরুলের উপর দিয়েছেন। যেকোনো উপায়ে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করে স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে সারা দেশে একটি বার্তা দিতে নির্দেশ দিয়েছেন তিনি। অতি-উৎসাহী হয়ে রাজাকারের তালিকা নিয়ে মির্জা ফখরুলের বক্তব্যের ‘পাপমোচন’ প্রক্রিয়া বলেও গুঞ্জন চলছে।
জানা গেছে, এই কর্মযজ্ঞ পালনে এরইমধ্যে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে। সেই কমিটির মাধ্যমে তৃণমূলেও এ বার্তা পৌঁছে দেয়া হচ্ছে।
প্রসঙ্গত, সম্প্রতি সরকার কর্তৃক রাজাকারদের একটি প্রথম দফা তালিকা প্রকাশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল- দেশ স্বাধীনের ৪৮ বছর পর রাজাকারদের তালিকার কী প্রয়োজন ছিলো? তালিকা প্রকাশ অযৌক্তিকসহ নানা মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন। সে বিতর্ক এড়াতেই নতুন এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে।
সূত্র বলছে, এরইমধ্যে ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন করতে একটি বিশেষ কমিটি গঠন করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে। ২১ ডিসেম্বর সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো জানান, এ কমিটির সদস্যরা হচ্ছেন– স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান। কমিটির সদস্যরা প্রয়োজনে আরও সদস্য যুক্ত করবেন বলে জানান ফখরুল।