বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে নাটোরে জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারওয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বী, নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, সদর সার্কেলের এএসপি মোঃ মোহসিন, জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এ সময় বক্তারা বলেন, একাত্তরের ২৫ মার্চ কালরাত্রিতে পাকিস্তান হানাদার বাহিনী এদেশের নিরিহ নিরস্ত্র মানুষের উপর গেস্টাপোর হিংস্রতা নিয়ে ঝাঁপিয়ে পড়ে। ঐ রাতের হত্যাকান্ড পৃথিবীর বৃহৎ নৃশংসতম হত্যাকান্ড। ঐ রাতসহ মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার শান্তির লক্ষ্যে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং সমৃদ্ধ দেশ গড়ার কার্যক্রমে সবাইকে অংশগ্রহন করতে হবে। তবেই উন্নয়নের ধারাবাহিকতায় উন্নয়নশীল দেশের তালিকা থেকে দেশ পৌঁছে যাবে উন্নত দেশের কাংখিত লক্ষ্যে।
দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের স্বাধীনতা চত্বরে সম্মিলীতভাবে মোমবাতি প্রজ্জ্বলন এবং নাটোর প্রেসক্লাব চত্বরে গণহত্যার উপর দূর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করে। রাত নয়টায় এক মিনিটের জন্যে সমগ্র জেলা ব্লাক-আউট কর্মসূচী পালন এবং সুবিধাজনক সময়ে মসজিদ এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে ২৫ মার্চ রাতে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে মুনাজাত ও প্রার্থনা করা হয়।