নিজস্ব প্রতিবেদক:
“সুরক্ষিত বিশ্ব , নিশ্চিত স্বাস্থ্য” এই প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে নাটোরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এক শোভাযাত্রা বের করা হয়। স্বাস্থ্য বিভাগ আয়োজিত এই শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে আসে। পরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সিভিল সার্জন ডাঃ রোজী আরা খাতুনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রহিমা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোসাঃ মাহফুজা খানম, নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ পরিতোষ রায়সহ অন্যান্যরা। এ সময় বক্তারা সুস্থ থাকতে পুষ্টিকর খাদ্য ও পানীয় গ্রহণসহ স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি গুরুত্ব আরোপ করেন।