নিউজ ডেস্ক :
তিনি নিজেই নিজেকে বলেন,‘ইউনিভার্স বস’। আসলেও তাই ক্রিস গেইল বসই। টি-টোয়েন্টির বস ওয়ানডেতে কম যান না। বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে নেমেই ছক্কার রেকর্ড গড়লেন। বিশ্বকাপে এখন সবচেয়ে বেশি ছক্কার মালিক ক্রিস গেইল। ইনিংসের চতুর্থ ওভারে হাসান আলীর বলটিকে লং অনের ওপর দিয়ে আছড়ে ফেলে রেকর্ডটিকে শুধুই নিজের করে নিলেন।
এই রেকর্ডে আগেও গেইলের নাম ছিল। তবে সেখানে একজন ভাগিদার ছিলেন-এবি ডি ভিলিয়ার্স। শুক্রবার থেকে মি ৩৬০ ডিগ্রি আর থাকছেন না। বিশ্বকাপে বেশি ছক্কার রেকর্ড এখন শুধুই গেইলের।
শুক্রবার হাসান আলীকে মারা ছক্কায় ডি ভিলিয়ার্সকে পেছনে ফেলে এককভাবে চূড়ায় উঠে এলেন। রেকর্ডটি উদ্যাপন করা উচিত, এমনটা ভেবেই কি না, পরের বলেই হাসান আলীর মাথার ওপর দিয়ে হাঁকালেন আরেকটি ছয়। ৩৪ বলে ৫০ রানের ইনিংসে মোট ছয় হাঁকিয়েছেন ৩টি, সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ডে নিজেকে নিয়ে গেলেন ধরাছোঁয়ার আরেকটু বাইরে।
পরে ওয়াহাব রিয়াজকে মেরেছেন আরও একটি ছয়। শেষ পর্যন্ত সেই ঝড় থেমেছে মোহাম্মদ আমিরের বলে, তবে ততক্ষণে বিশ্বকাপে নিজের চতুর্থ ফিফটি তুলে নিয়েছেন। ঝড়টা হাসান আলীর ওপর দিয়েই বেশি গেছে, মোট ৯ বাউন্ডারির ৬টিই মেরেছেন এই পাকিস্তানি পেসারকে।
পাকিস্তান ম্যাচের ৩ ছক্কাসহ বিশ্বকাপে ২৭ ম্যাচে মোট ৪০ ছক্কা হলো গেইলের। যাকে পেছনে ফেলেছেন গেইল, সেই ডি ভিলিয়ার্স ৩৭ ছয় মেরেছেন ২৩ ম্যাচে। সবচেয়ে বেশি ছয়ের তালিকায় গেইল-ডি ভিলিয়ার্স ছাড়াও নাম আছে আরও বেশ কয়েকজন কিংবদন্তির। ৪৬ ম্যাচে ৩১ ছয় নিয়ে তৃতীয় স্থানে আছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং।