ক্রীড়া ডেস্ক:
অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে শিগগিরই। আর মাত্র চার দিন পরেই বেজে উঠবে বিশ্বকাপের দামামা। ৩০ মে এই মহা ক্রীড়াযজ্ঞের উদ্বোধন হলেও বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে আগামী ২ জুন। লন্ডনের কেনিংটন ওভালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে মাশরাফি বিন মুর্তজার দল। ম্যাচের এখনো বাকি ৬ দিন। কিন্তু টিকেট! সব টিকেট শেষ।
জানা গেছে ম্যাচের ৬ দিন বাকি থাকলেও এখনই প্রায় সব টিকেট কিনে নিয়েছেন বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার সমর্থকরা। তবে টিকেট ক্রয়ের দিক থেকে এগিয়ে বাংলাদেশি সমর্থকরাই। দেশের সিলেট অঞ্চলের বিশাল জনগোষ্ঠী লন্ডনে প্রবাসী হিসেবে অবস্থান করছেন। জাতীয় দলের ম্যাচ পেয়ে তারা তাই স্বভাবতই বসে ছিলেন না। রীতিমত হুমড়ি খেয়ে পড়েছিলেন টিকেটের জন্য। আর তাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচের টিকেট ফুরিয়ে এসেছে ইতোমধ্যেই।
লন্ডনের কেনিংটন ওভালের দর্শক ধারণক্ষমতা সাড়ে ২৪ হাজার। বিভিন্ন গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, এই ধারণক্ষমতার মাত্র ১১৬টি টিকেট বাকি রয়েছে, বাকি সবগুলোই ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। সবচেয়ে অবাক করা ব্যাপার- ম্যাচের দুই প্রতিপক্ষ বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার সমর্থকদের পাশাপাশি স্বাগতিক দেশ ইংল্যান্ডের প্রচুর দর্শকও ঐ ম্যাচের টিকেট ক্রয় করেছেন।
সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশও ছিল ইংল্যান্ড। ঐ আসরে বাংলাদেশের ম্যাচগুলোতে গ্যালারিতে ছিল প্রচুর টাইগার ভক্তের সমাগম। এবার আবারো ইংল্যান্ডে খেলা বলে বাংলাদেশ প্রচুর দর্শক সমর্থনের প্রত্যাশা করতেই পারে। কে জানে, লন্ডনের কেনিংটন ওভালে দর্শক সমর্থনের দিক থেকে নিজেদের প্রথম ম্যাচ হয়ত হয়ে উঠতে পারে মিরপুরের মত!