ডেস্ক নিউজ
আগামী দুই বছরের জন্য বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী কমিটির সদস্যপদে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বৈশ্বিক এই সংস্থার ৪৯ সদস্যের কাউন্সিল পরিষদে গত ২ ডিসেম্বর সংস্থাটির সদর দফতরে নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে বাংলাদেশ সর্বসম্মতিক্রমে জয়লাভ করেছে।
ইতালির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, এই বিজয় বৈশি^ক দরবারে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ¦ল করবে এবং বিশ্ব খাদ্য সংক্রান্ত নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে বাংলাদেশ পদক্ষেপ নিতে পারবে। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান দেশের পক্ষে বৈশ্বিক এই সংস্থায় প্রতিনিধিত্ব করছেন।