ডেস্ক নিউজ
বিয়ে বাড়ি হতে চুরি হয়ে যাবার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তত্তিপুর মাহাবুব রহমানের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে জানা গেছে।
মাহাবুব রহমান তার মেয়ের বিয়ের জন্য ১ মণ (৪০ কেজি) পেঁয়াজ ১৮০ টাকা দরে কিনে রেখেছিল । আগামী শুক্রবার ২৯ নভেম্বর মাহাবুব রহমানের একমাত্র মেয়ে মালিহার বিয়ের আনুষ্ঠানিকতার কথা রয়েছে।
সেই হিসেবে মাহাবুব রহমান পুরো বিয়ের বাজার সদাই করে তাঁর রান্নাঘরে রেখেছিলেন আজ বুধবার সকালে সে মালামাল খুঁজতে গিয়ে দেখে সেখানে পেঁয়াজ নেই।
এই খবর পাওয়ার পর এ পুরো এলাকাজুড়ে জানাজানি হলে পুরো এলাকায় তোলপাড় সৃষ্টি হয়ে যায়, এবং এলাকার মানুষজন মাহাবুব রহমানের বাড়িতে ছুটে আসে।
মাহাবুবের বাড়িতে এসে তারা জানতে পারে তাঁর মেয়ের বিয়ের জন্য কিনে রাখা পেঁয়াজ চুরি হয়ে গেছে। পরে এলাকায় অনেক খোঁজাখুঁজি করা হয়েছে কোথাও পাওয়া যায়নি।
মাহাবুব রহমান বলেন যেহেতু বিয়ের উদ্দেশ্যে কিনেছিলাম, কেউ না কেউ তো হয়তোবাঃ নিয়ে গেছে এ নিয়ে আমার কোন অভিযোগ নেই । বিয়ের আগে এখনো যেহেতু সময় আছে আমি আবার নতুন করে পেঁয়াজ কিনে নেব।