করোনা সংক্রমন বৃদ্ধি কমাতে আগামিকাল বুধবার সকাল থেকে ১৫ জুন পর্যন্ত ৭ দিনের জন্য নাটোর পৌরসভা ও সিংড়া পৌর এলাকায় সর্বত্মক লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার রাতে নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের সভাপতিত্বে এক জরুরী ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় আড়াই ঘন্টাব্যাপী রুদ্ধশ^াস সভায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর অন্য তিনটি আসনের সংসদ সদস্য, পুলিশ সুপার, সিভিল সার্জন, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লকডাউন চলাকালে ওষুধ সহ জরুরী সেবা সার্ভিস ব্যাতিত সকল কিছু বন্ধ থাকবে। এ সময়ে জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবেনা। লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে যাবে প্রশাসন।
এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নাটোরে করোনায় আরো একজনের মৃত্যু হয়েছে। করোনা সংক্রমনের হার ৬২ শতাংশ। গতকালের চেয়ে কিছুটা কমেছে। গত ২৪ ঘন্টায় ৬৭ জনের শরীরের নমুনা পরিক্ষায় নতুন করে ৪২ জন আক্রান্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত ২৮জন মৃত্যুবরণ করেছেন। সদর হাসপাতালে ৩১টা করোনা বেড রয়েছে। রোগী ভর্তি আছে ৩৯জন। জেলায় মোট আক্রান্ত ১৯৪০জন। এ অবস্থায় সংক্রমন কমাতে আগামিকাল বুধবার থেকে নাটোর ও সিংড়া পৌরসভা এলাকায় ৭ দিনের জন্য লকডাউনের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।