বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। আজ শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের আলাইপুর এলাকায় দলীয় কার্যালয়ের সামনে পুলিশ প্রহড়া থাকায় দলের নেতা-কর্মী ও সমর্থকরা দলীয় কার্যালয়ের ভিতর প্রাঙ্গনে এই কর্মসূচি পালন করে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, দেওয়ান শাহীন সহ নের্তৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, বর্তমানে দেশে অরাজক, স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন চলছে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বর্তমান সরকার জেল থেকে বের হতে দিতে চায়না। বিএনপি জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রের পুনরুদ্ধার ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবে। তারা দলের নেতা-কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।