বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে শহরের আলাইপুর এলাকায় দলীয় কার্যালয় প্রাঙ্গনে তারা এই কর্মসুচি পালন করে। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপি আহবায়ক কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব রহিম নেওয়াজ, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, এমদাদুল হক আল মামুন, দেওয়ান শাহীনসহ দলের নের্তৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, বর্তমান ফ্যাসিষ্ট সরকার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ভয় পায়। তাই তাকে জেল আটকে রেখেছে। আগামী ১২ ডিসেম্বর আদালত থেকে যদি আগের মতই ফরমায়েসি রায় দেওয়া হয় তাহলে দেশের জনগণকে সাথে নিয়ে বিএনপি নেতা-কর্মী ও সমর্থকরা রাজপথে নামবে। আন্দোলনের মাধ্যমে তাদের নেত্রীকে মুক্ত করবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার করবে।