নিজস্ব প্রতিবেদক:
বেড়েই চলেছে নাটোরে করোনা সংক্রমণের হার। কোন ভাবেই তা কমছে না। শহর এলাকায় আক্রান্তের সংখ্যা উদ্বোগজনক। নাটোরের সিভিল সার্জন অফিসের তথ্য মতে, গত ২৪ ঘন্টায় ৫৪ জনের নমুনা পরীক্ষা করে মোট ১৯ জন করোনা শনাক্ত হন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৫.১৮ শতাংশ। গতকাল এই হার ছিল ২৪.৩৮ শতাংশ। নাটোর আধুনিক সদর হাসপাতাল আইসোলেশন ওয়ার্ডে রেড জোনে ১১ জন, ইয়েলোজোনে ৪ জন রোগী ভর্তি রয়েছে। এদের মধ্যে একজন রয়েছে ৬ বছরের শিশু। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেন ১৭৫ জন।
জেলা প্রশাসক শামীম আহম্মেদ জানান, এখনই জনগণ সচেতন না হলে, সংক্রমনের এই ঊর্ধ্বমুখী হার কোন ভাবেই ঠেকানো যাবে না। মানুষকে স্বাস্থ্যবিধি মানতে এবং মাস্ক পড়তে বাধ্য করার জন্য ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গঠন করা হয়েছে। তারা নিয়মিত টহল দিচ্ছেন।