দারুণ জয়ে মৌসুম শুরু করলো চেলসি। ব্রাইটন অ্যালবিওনকে ৩-১ গোলে উড়িয়ে দিলো ফ্রাঙ্ক ল্যাম্পার্ড শিষ্যরা। রাতের আরেক ম্যাচে জার্মান কাপে ডুইসবুর্গকে ৫-০ গোলে উড়িয়ে দিলো ডর্টমুন্ড।
ম্যাচের আগে বর্ণবাদের বিরুদ্ধে হাঁটু গেড়ে বসে প্রতিবাদ জানায় দু’দল। পুর্ব সাসেক্সের অ্যামেরিকান এক্সপ্রেস স্টেডিয়ামে এরপর আর কোন কিছুতেই মিল খুঁজে পাওয়া যায়নি তাদের মধ্যে। কিক অফ হতেই আক্রমণে উঠে চেলসি।
মাঝ মাঠের আধিপত্যও নিয়ে নেয় অতিথিরা। ফল আসতে দেরি হয়নি। ২৩ মিনিটে পেনাল্টি থেকে স্কোর করেন জর্জিনহো। তবে বিরতি থেকে ফিরে গোল শোধ দিয়ে দেয় স্বাগতিকরা। ব্রাইটনকে সমতায় ফেরান ট্রোসার্ড। এরপরই বাঁধে বিপত্তি। জয়ের নেশায় উন্মত্ত হয়ে উঠে ল্যাম্পার্ড বাহিনী।
৫৬ মিনিটে ডি বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে দলকে এগিয়ে দেন জেমস। আর ঠিক ১০ মিনিট পর ব্রাইটনকে ম্যাচ থেকে ছিটকে দেয় জৌমার গোল। ৩-১ এর দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।