ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
আসন্ন ৫ম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও বাঞ্ছারামপুর উপজেলায় প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে। আগামি ১৮ জুন উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্টিত হবে। নির্বাচনের তফশীল অনুযায়ী মঙ্গলবার বিকাল ৫টা পযর্ন্ত মনোয়নপত্র উপজেলা পরিষদে সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দেন।এছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়ে রির্টানিং অফিসারের কাছে নিকট প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। দুই উপজেলায় মোট ১৭জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করতে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর মধ্যে বিজয়নগর উপজেলায় চেয়ারম্যান পদে ৬জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন। প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানভির ভূঁইয়া। আওয়ামী লীগের সমর্থনকারী স্বতন্ত্র একমাত্র নারী প্রার্থী নাছিমা লুৎফর রহমান, এনামুল কবির, ফজলুল হক, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাইনুদ্দীন আহমেদ ও মোহাম্মদ মোজাম্মেল। ভাইস চেয়ারম্যান পদে ৫জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তারা হলেন-এ এইচ এম জাহাঙ্গীর, শাহনেওয়াজ তারেক, মোশায়েদ হোসেন, মাহমুদুর রহমান মান্না, মৃণাল কান্তি চৌধুরী। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ফয়জুন্নাহার ও স্বতন্ত্র প্রার্থী সাবিত্রী রানী। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচন রির্টানিং কর্মকর্তা মেহের নিগার জানান, নির্বাচনের তফসিল অনুযায়ী আজ মনোনয়ন ফরম জমার শেষ দিন ছিল। ইতিমধ্যে চেয়ারমানপদে ৬জন, ভাইস চেয়ারম্যানপদে ৫জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এছাড়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের একক চেয়ারম্যান প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেন সাবেক যুগ্ম সচিব ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে সাইদুল ইসলাম বকুল ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মিসেস জলি আমির ও খাদিজা আকতার মনোনয়ন জমা দিয়েছেন।