নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে এসিল্যান্ডের ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বনপাড়া বাজারের মৌ বেকারিতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) কাজি নাহিদ ইভা। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য তৈরি অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজি নাহিদ ইভা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বেকারিটিতে অভিযান পরিচালনা করা হয়। বেকারিটিতে খাবার তৈরির মানসম্মত কোন পরিবেশই নাই। সচেতন করার জন্য ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সেই সাথে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে সংশোধীত না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।