নাটোর প্রতিনিধি:
ঈদের আগে কোরবানীর পশুর শেষ হাট পরিদর্শন করে হাটে ক্রেতা-বিক্রেতাদের মাঝে মাস্ক বিতরণ করেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা। এ সময় নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখড়া হাটে ক্রেতাদের কাছ থেকে নির্ধারিত খাজনার দ্বিগুন খাজনা নেওয়ার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে আকস্মিক মৌখড়া হাটে পরিদর্শনে যান পুলিশ সুপার লিটন কুমার সাহা। পরিদর্শনকালে তিনি হাটে কোরবানী পশুর ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বললে অতিরিক্ত খাজনা নেওয়ার অভিযোগ করেন তারা পুলিশ সুপারের কাছে। পরে পুলিশ সুপার ঘটনার সত্যতা পেলে তাৎক্ষনিক ভাবে হাটের ইজারাদারকে আটক করার নির্দেশ দেন। পরে পুলিশ হাট থেকে হাটের ইজারাদার দুইজনকে আটক করে। এবং অতিরিক্ত খাজনা আদায় করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের,অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোর্য়াটার) মীল আসাদুজ্জামান,বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ কুমার দাস সহ প্রশাসনের কর্মকর্তারা।