নাটোরের বড়াইগ্রাম ও বনপাড়া পৌরসভার ৭টি পয়েন্টে রবিবার থেকে শুরু হয়েছে ওপেন মার্কেট সেল (ওএমএস) এর চাল ও আটা বিক্রি। খাদ্য অধিদপ্তরের উদ্যোগে সরকারী মূল্য চাল প্রতি কেজি ৩০ টাকা ও আটা ১৮ টাকা দরে বিক্রি করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম ও বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন পৃথক পৃথক ডিলার পয়েন্টে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আফরোজা পারভিন, উপ-খাদ্য পরিদর্শক নাইম ইকবাল, সহকারী উপ-খাদ্য পরিদর্শক আসমিনা খানম, পৌর কাউন্সিলর শরীফুন্নেছা শিরিন, মোহিত কুমার সরকার, ডিলার জাহিদুল ইসলাম শাহীন প্রমুখ। প্রতিদিন ১.৫ মে.টন চাল ও ১ মে.টন আটা বড়াইগ্রাম পৌরসভার ৩টি ও বনপাড়া পৌরসভার ৪টি ওএমএস পয়েন্টে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত বিক্রি করা হবে। জনপ্রতি ৫ কেজি করে মোট ১০ কেজি চাল ও আটা ক্রয় করতে পারবে। এ কর্মসূচি চলবে শুক্রবার ব্যতিত ৭ আগস্ট পর্যন্ত।