নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামের জোয়াড়ি কুমরুল আদিবাসী পাড়ার অর্ধ শতাধিক শিশুরা পেলো বড়দিনের নতুন পোশাক। নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস ব্যক্তিগত অর্থায়নে খ্রিস্টান আদিবাসী শিশুদের নতুন পোশাক উপহার দেন৷ শুক্রবার বিকেলে কুমরুল সাধু যোসেফস গির্জা প্রাঙ্গণে বনপাড়া ধর্মপল্লীর প্রধান পাল-পুরোহিত ফাদার দিলীপ এস কস্তার সভাপতিত্বে ও বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোয়াড়ি ইউপি’র সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল, খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবলু রেনেতোস কোড়াইয়া, প্যারিস কাউন্সিলের সহ সভাপতি রতন পেরেরা, সাধারণ সম্পাদক শান্ত পালমা, আদিবাসী গ্রাম পরিষদের চেয়ারম্যান সলেমান বিশ্বাস, আদিবাসী নেতা বাবু আলবেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে আদিবাসী শিশুরা তাদের নিজস্ব সংস্কৃতিতে নেচে গেয়ে অতিথিদের বরণ করে। সবশেষে প্রধান অতিথি শিশুদের সাথে নিয়ে বড়দিনের কেক কাটেন।