নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তৈহিদুল ইসলাম সাগর নামে এক মাইক্রোবাস চালক নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত তৈহিদুল ইসলাম সাগর পাবনার ঈশ্বরদী উপজেলার অরনখোলা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও রূপপুর পারমাণবিক প্রকল্পের মাইক্রোবাসের চালক।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শফিকুল ইসলাম জানান, পাবনার রূপপুর থেকে সকালে পারমাণবিক প্রকল্পের ইঞ্জিনিয়ার রাশিয়ান নাগরিক শেরগেই গারজিনাকে নিয়ে একটি মাইক্রোবাস যোগে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে মাইক্রোবাসটি নাটোর-পাবনা মহাসড়ক হয়ে বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় মাইক্রোবাসের চালক তৈহিদুল ইসলাম সাগর ঘটনাস্থলেই মারা যান। আহত বিদেশি কর্মকর্তা শেরগেই গারজিনা বনপাড়ার পাটোয়ারী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তৈহিদুল ইসলাম সাগর মরদেহ বনপাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে।