নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের বড়াইগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শ্রী জয় কুমার (৩২) নামে এক ট্রাকের হেলপার ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শুক্রবার বিকাল চারটার দিকে উপজেলার কাছুটিয়া খেজুরতলা এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয় কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার নওদাপাড়া গ্রামের শ্রী বরুণ কুমারের ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক ইসরাফিল হোসেন জানান, শুক্রবার বিকালে খেজুরতলা এলাকায় নাটোর থেকে পাবনাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে পাবনাগামী ট্রাকের হেলপার বরুণ কুমার ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় চালকসহ আরো দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।