নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের বড়াইগ্রামে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে লিটন নামের এক ট্রাক চালক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো এক জন। মঙ্গলবার উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে। আহত ট্রাক চালকের অজ্ঞাত হেল্পারকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত লিটন যশোহর কোতোয়ালী থানার চুরকালী এলাকার বাসিন্দা।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার বনপাড়া থেকে হাটিকুমরুল গামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক বিপরীত দিক থেকে আসা বনপাড়াগামী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হাটিকুমরুলগামী ট্রাকের চালক লিটন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। এ সময় ওই ট্রাকের হেল্পার (অজ্ঞাত) গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত হেল্পারকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে বনপাড়া হাইওয়ে পুলিশ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখে।