নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে ২০২১-২২ অর্থবছরের ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা,সম্প্রসারন ও জনপ্রিয়করণ প্রকল্প (ডিএই অঙ্গ) এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে উপজেলার তালশো গ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় কৃষক আলম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মাহমুদুল ফারুক। এসময় আরো বক্তব্য রাখেন নাটোরের কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক কৃষিবিদ রাকিবুল হাসান, বড়াইগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় কৃষক ও গন্যম্যান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃষি বিভাগের পরামর্শ ও নির্দেশনা অনুসরন করে কৃষকের উৎপাদিত ৫ প্রকারের সবজি প্রদর্শন করা হয়।