নাটোরের বড়াইগ্রামে মাদকাসক্ত ভাগ্নে সিরাজুল ইসলামকে পিটিয়ে হত্যার অভিযোগ এসেছে মামা বিল্লাল হোসেন মিলন এবং আব্দুল জলিলের বিরুদ্ধে। আজ রবিবার সকাল ১০ টার দিকে উপজেলার কাচুটিয়া গ্রামে এই ঘটনা ঘটে। সিরাজুল ইসলাম উপজেলার কাচুটিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। অভিযুক্ত বিল্লাল হোসেন এবং আব্দুল জলিল একই গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে ও সম্পর্কে নিহতের আপন মামা।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ও স্থানীয়রা জানান, সিরাজুল ইসলাম একজন মাদকাসক্ত ব্যক্তি। মাদক সেবন করে মাঝে মাঝে এলাকায় বিশৃংখলা সৃষ্টি করে। এ নিয়ে এলাকাবাসীর কাছে মামাদের অপমানীত হতে হয়। এ বিষয়ে মামারা সিরাজুল ইসলামের মায়ের কাছে অভিযোগ করে সিরাজুলকে মাদক সেবন করতে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে সিরাজুল ধারালো অস্ত্র নিয়ে মামা বিল্লাল হোসেন এবং আব্দুল জলিলের বাড়িতে হামলা চালায়। এ সময় তাদের মধ্যে হাতাহাতি ও ধাক্কা ধাক্কির ঘটেনা ঘটে। এক পর্যায়ে মামা লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে ভাগ্নে সিরাজুলকে। এতে সিরাজুল অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বনপাড়া এলাকার একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার কওর ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।