নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম থেকে গরু ভর্তি ডাকাতি হওয়া ট্রাক সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে উদ্ধার সহ ৪ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে নাটোরের পুলিশ সুপার এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
পুলিশ সুপার লিটন কুমার সাহা প্রেস ব্রিফিংয়ে জানান, গত ২৯ জানুয়ারী রাতে নাটোরের বনপাড়া-পাবনা মহাসড়কের ময়মনসিংহ গোরস্থান এলাকায় ট্রাক দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দুইজন গরু ব্যবসায়ীকে জখম এবং ২৪টি গরু ভর্তি ট্রাক লুট করে ডাকাত দল। পরে ভুক্তভোগিরা ৯৯৯ ফোন দিয়ে বিষয়টি নাটোর জেলা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে ৪ ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃত ডাকাত সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে লুটকৃত ২৪ টি গরুর মধ্যে ১৮টি সহ একটি ট্রাক এবং ডাকাতির কাজে ব্যবহৃত অপর আরেকটি ট্রাক জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা সিরাজগঞ্জের শাহজাদপুর থানার পোরজনা গ্রামের নুর বক্সের ছেলে জামাল হোসেন,একই থানার নন্দলালপুর গ্রামের আফসার আলীর ছেলে হাসেম আলী ও জোতপাড়া এলাকার হানিফ শেখের ছেলে কাউছার আলী শেখ এবং নাটোরের চর তেবাড়ীয়া গ্রামের গফুর মোল্লার ছেলে মানিক মোল্লা। প্রেস ব্রিফিংয়ে বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস সহ অন্যান্যেরা উপস্থিত ছিলেন।