ডেস্ক নিউজ
প্রায় ১০ মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। শনিবার দুপুরে এই বন্দর দিয়ে ৫০ টন কাঁচা মরিচ দেশে প্রবেশ করে।
হিলি শিপিং ট্রেডার্স ও সততা বাণিজ্যালয় এই কাঁচা মরিচ আমদানি করে। এদিকে আমদানির খবরে দেশে বাজারে রান্নার অন্যতম প্রধান এই উপকরণটির দাম কমেছে।
হিলি স্থলবন্দর সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বন্ধ হয়। দেশের বাজারে দামের ঊর্ধ্বগতির কারণে ফের কাঁচা মরিচ আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। গত বৃহস্পতিবার হিলি স্থলবন্দরের দুই আমদানিকারক প্রতিষ্ঠানকে দুই হাজার টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশীদ হারুন জানান, প্রতি কেজিতে ২৮ টাকা কাস্টমস শুল্ক পরিশোধ করে এই পণ্যটি আমদানি করা হচ্ছে।
হিলি স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী জানান, দেশের বাজার স্থিতিশীল রাখতে কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।