নিউজ ডেস্ক:
অর্থিক লেনদেন আরও সহজ করতে ২০১৮ সালের মে থেকেই নিজস্ব ক্রিপ্টোকারেন্সি তৈরির কাজ শুরু করে দিয়েছে ফেসবুক। নতুন একটি ব্লকচেন বিভাগের নেতৃত্ব দিতে ফেসবুক মেসেঞ্জার প্রধান ডেভিড মার্কাসকে দায়িত্ব দেওয়া হয়। একদম শুরু থেকে কীভাবে ফেসবুকজুড়ে ব্লকচেন প্রযুক্তির সবথেকে ভালো ব্যবহার করা যায় সে লক্ষ্যেই তাকে নিযুক্ত করেছিল ফেসবুক। ফেসবুকের এই ক্রিপ্টোকারেন্সি নিয়ে প্রথম নির্ভরযোগ্য তথ্য দিয়েছে ব্লুমবার্গ। তারা বলেছে, ফেসবুকের এই ক্রিপ্টোকারেন্সির নাম হতে পারে ‘স্টেবলকয়েন’। এটির মূল্য ঠিক হবে ডলারের ওপর ভিত্তি করে। তবে এখনই এই ক্রিপ্টোকারেন্সির প্রচলন শুরু হবে না বলেও উল্লেখ করা হয়েছে ব্লুমবার্গের প্রতিবেদনে। এর ফলে দেশের বাইরে থেকে ভারতীয়দের দেশে টাকা পাঠানো অনেকটাই সহজ হবে। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যার দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত।