ভিডিও গেম খেলার নেশায় এনড্রুয়েড ফোন চুরি করতেই নাটোরের বৃদ্ধা জাহানারাকে হত্যা করে সোহান প্রেস ব্রিফিং এ নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা। আজ শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার। প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আকরাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) মীর আসাদুজ্জামান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম ,গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আনারুল ইসলাম সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, শহরের কানাইখালী এলাকায় বৃদ্ধা জাহানারা বেগম বাড়ীতে একা বসবাস করায় হত্যাকারী কিশোর সোহান তার ছোট ছোট কাজ কর্ম করে দিতেন। এরই মাঝে জাহানারা বেগমের একটি এনড্রুয়েড ফোন দেখে সোহানের লোভ হয়। গত বৃহস্পতিবার সকালে ওই ফোন চুরি করতে সোহান জাহানারা বেগমের ঘরে প্রবেশ করে।
এ সময় ঘটনাটি জাহানারা বেগম দেখতে পেয়ে সোহানকে ডাক দেয়। পরে সোহান ভয় পেয়ে জাহানারা বেগমের ঘরে থাকা একটি ছোড়া দিয়ে জাহানারা বেগমকে এলোপাথারী ছুড়িকাঘাত করে পালিয়ে যায়। এতে জাহানারা বেগম গুরুতর জখম অবস্থায় আত্মচিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, শুক্রবার সোহানকে আদালতে তোলা হলে সে ১৬৪ ধারায় জাহানারা বেগমকে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।