ডেস্ক নিউজ
মিয়ানমার সীমান্তের ওপর থেকে ছোড়া মর্টার শেল বাংলাদেশে পড়ার ঘটনা ঘটছে। এ ঘটনায় প্রয়োজনে জাতিসংঘে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ধানমণ্ডিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে মিয়ানমারের মর্টার শেল নিক্ষেপ ও হতাহতের ঘটনায় মিয়ানমারকে কড়া ভাষায় প্রতিবাদ জানানো হয়েছে।
’ মন্ত্রী আরো বলেন, ‘বাংলাদেশ যুদ্ধ চায় না। শান্তিপূর্ণ ও কূটনৈতিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। প্রয়োজনে জাতিসংঘে অভিযোগ জানানো হবে। ’
এর আগে শুক্রবার সন্ধ্যার দিকে নো ম্যান্স ল্যান্ডে রোহিঙ্গা শিবিরে মিয়ানমার থেকে আসা মর্টার শেলের বিস্ফোরণে একজন নিহত হন। আহত হন আরো তিন-চারজন। এ সময় বাংলাদেশের ভেতরের একটি বাড়ির উঠানেও গোলা এসে বিস্ফোরিত হয়। এর আগে দুপুরে তুমব্রু সীমান্তবর্তী নো ম্যান্স ল্যান্ডে ‘মাইন’ বিস্ফোরণে বাংলাদেশি এক তরুণের পা উড়ে যায়।