ডেস্ক নিউজ
পৃথিবীর সব দেশেই সব মহানায়কেরই যুগে যুগে নতুন করে মূল্যায়ন হয়। অনেকে জীবিতকালে পূজিত হন। মৃত্যুর পর সমালোচিত হন। যেমন- স্তালিন, গান্ধী, মাও জে দং ও চার্চিল। স্তালিন ও মাও জে দং তাঁদের জীবনকালে দেশ-বিদেশের মানুষের দ্বারা পূজিত হয়েছেন। তাঁদের মৃত্যুর পর দারুণভাবে সমালোচিত হয়েছেন। তাঁদের বড় বড় ভুল-ত্রুটির কথা ব্যাপকভাবে আলোচিত হয়েছে। গান্ধীর মৃত্যুর পর তিনি ভারতের মানুষের শ্রদ্ধা হারাননি। কিন্তু তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচিত হয়েছেন। দ্বিতীয় মহাযুদ্ধের পর চার্চিল হয়েছিলেন ব্রিটিশ জনগণের চোখে সেভিয়ার অব দ্য নেশন। মৃত্যুর পর অনেক সমালোচক তাঁকে আখ্যা দিয়েছেন সাম্রাজ্যবাদী দানব।
বাংলাদেশেও জাতীয় নেতা ফজলুল হক, ভাসানী ও সোহরাওয়ার্দীর জীবন ও চরিত্রের ভালো-মন্দ দুই দিকেরই মূল্যায়ন হয়েছে। হক সাহেব, ভাসানী ও সোহরাওয়ার্দী- এ তিন নেতাকেই জীবনকালে ভারতের দালাল, দেশ বিক্রয়কারী, ইসলাম ও পাকিস্তানের শত্রু এ খেতাব পেতে হয়েছে।