.নাটোরের লালপুরের মলম পার্টির সদস্য সুলতান ওরফে ঈমন হত্যা মামলার প্রধান আসামী ছানোয়র হোসেনকে সৈয়দপুরের একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে তাকে গ্রেফতারের পর আজ শনিবার দুপুরে ছানোয়রকে নাটোরের পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সামনে উপস্থিত করে প্রেস বিফ্রিং করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। গ্রেফতারকৃত ছানোয়র হোসেন বাগাতিপাড়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে। নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, পাওনা মাত্র দুই হাজার টাকার জন্য মলম পার্টির সদস্য নাটোরের লালপুরের সুলতান ওরফে ঈমনকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যায় হত্যাকারীরা। পরদিন গত ১৩ জানুয়ারী লালপুরের চষুডাঙ্গা গ্রামের একটি গম ক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়ের পর পুলিশ তথ্য প্রযুক্তির সহযোগীতায় ঢাকা,সাভার,নীলফামারী সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানকালে সৈয়দপুরের একটি আবাসিক হোটেল থেকে ছানোয়ার হোসেন ছানাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের সাথে চারজন জড়িত বলে স্বীকার করে ছানায়োর। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।