শত চেষ্টার পরও ম্যাচ উদ্ধার করতে ব্যর্থ হলেন ফাফ দু’প্লেসি এবং মহেন্দ্র সিং ধোনি। দাপটের সঙ্গে লড়াই করেছেন দু’জনে। ধোনি শেষের ওভারে। আর বাকি ম্যাচটায় রান কমানোর এক অদম্য প্রয়াস দেখালেন দু’প্লেসি।
ব্যাটের কোনাটায় একটু ঘুন ধরেছিল। আর সেই কারণেই ম্যাচের এক্কেবারে শেষ ওভারে এসে ব্যাট বদলালেন মহেন্দ্র সিং ধোনি। যেই না ব্যাটের বদল, একের পর এক ছক্কা হাঁকালেন মাহি। পর পর তিন বলে বাউন্ডারি পার। একটা বল তো আবার সোজা স্টেডিয়ামের বাইরে!
শারজাহে ঠিক এমনই জমে উঠেছিল রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংসের ম্যাচ। কিন্তু শত চেষ্টার পরও ম্যাচ উদ্ধার করতে ব্যর্থ হলেন ফাফ দু’প্লেসি এবং মহেন্দ্র সিং ধোনি। দাপটের সঙ্গে লড়াই করেছেন দু’জনে। ধোনি শেষের ওভারে। আর বাকি ম্যাচটায় রান কমানোর এক অদম্য প্রয়াস দেখালেন দু’প্লেসি।
এ দিন প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংসের সামনে ২১৭ রানের টার্গেট দেয় রাজস্থান রয়্যালস। প্রথম থেকেই চেন্নাইয়ের বোলারদের একপ্রকার ভিরমি খাইয়ে ছেড়েছেন দলের উইকেটকিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। আর তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছেন দলের অধিনায়ক স্টিভ স্মিথ।
৩২ বলে ৭৪ রানের একটি মারমুখী ইনিংস এ দিন টিভির ওপারের দর্শকদের উপহার দিলেন স্যামসন। ৯টি ছক্কা এবং একটি চার দিয়ে সাজানো তাঁর এই ইনিংস। অন্য দিকে স্টিভ স্মিথের ব্যাট থেকে উঠে এসেছে ৬৯ রান। ৪৭ বল খেলে ৪টি চার এবং ছয় মেরে এই রান করেছেন তিনি।
সঞ্জু এবং স্টিভ ছাড়া রাজস্থান দলে আর সেরকম রান করতে পারেননি কেউই। তবে শেষে আবার বাজিমাত করে দিয়েছিলেন বোলার জোফরা আর্চার। চার-চারটি ছয় মারেন তিনি। ৮ বলে ১৭ রানের একটা সেরা ইনিংস উঠে আসে তাঁর ব্যাট থেকে। চেন্নাইয়ের হয়ে স্যাম কারান ৩টি, এনগিদি, চাহর এবং পীষূষ চাওলা তুলে নিলেন ১টি করে উইকেট।
আর এরপরই মাঠে ব্যাট করতে নামেন চেন্নাইয়ের দুই ওপেনার মুরলী বিজয় এবং শেন ওয়াটসন। প্রথমে দুই জনেই একটু ঢিমে-তালে খেলা শুরু করলেও পরে আগ্রাসন দেখাতে শুরু করেন ওয়াটসন। ২১ বলে চারটি ছয় মেরে ওয়াটসন করেন ৩৩ রান। মুরলী করেন ২১ রান।
এরপরই ম্যাচটা ধরতে শুরু করেন ফাফ দু’প্লেসি। কিন্তু তিনি ধরতে শুরু করলে কী হবে, ও দিকে একের পর এক উইকেট হারাতে থাকে চেন্নাই শিবির। ২২ রানে কেদার যাদব আউট হতেই মাঠে নামেন ধোনি।
তবে ধোনিও শুরুর দিকে মারতে পারছিলেন না। কিন্তু অদ্ভুত সব টোটকা দিয়ে দু’প্লেসি-কে ছক্কা হাঁকানোর রাস্তা বাতলে দিচ্ছিলেন তিনি। ৩৭ বলে ৭২ রান করে আউট হয়ে যান দু’প্লেসি। সাতটি ছয় মারেন আর চার মারেন একটি। দু’প্লেসি আউট হতেই ব্যাট বদলে হাত খুলে যায় ধোনির। পর পর তিনটি ছক্কা হাঁকান।
কিন্তু ততক্ষণে ম্যাচের ফয়সালা হয়ে গিয়েছে। টপ অর্ডার আর একটু টেনে দিতে পারলে এই ম্যাচ অনায়াসে বের করে দিতে পারতেন তিনি। মাত্র ১৬ রানে রাজস্থানের কাছে বশ্যতা স্বীকার করতে হল চেন্নাইকে। তবে ধোনি এ দিন বুঝিয়ে দিলেন, এখনও তিনি মনে-প্রাণে ফিনিশার। বুড়ো হাড়ে ভেলকি দেখানো কাকে বলে, তা-ও এ দিন দেখিয়ে দিলেন মাহি!
আইপিএলের প্রথম ২০০ রানের গণ্ডি টাপকানো ম্যাচ এটিই। দুই দলই ২০০ রানের গণ্ডি টপকালো। আর তার সঙ্গেই বহু ছক্কারও সাক্ষী হয়ে থাকল শারজাহে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসের এই হাই ভোল্টেজ ম্যাচ।