ডেস্ক নিউজ
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
সোমবার (৪ নভেম্বর) সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৯২৫ টি ইয়াবা, ২৩ গ্রাম ৭৫ পুরিয়া হেরোইন ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসব ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২৭টি মামলা করা হয়েছে।