নাটোর শহরে মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ। এ ছাড়া সব ধরনের যানবাহনের চালক ও যাত্রীদের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে জেলা পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে।
দেশে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে শহরের প্রবেশমুখে ৩টি স্থায়ী চেকপোস্ট স্থাপন করেছে জেলা পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে এ ৩টি চেকপোস্ট উদ্বোধন করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।
নাটোর-ঢাকা মহাসড়কের হরিশপুর বাইপাস, নাটোর-রাজশাহী মহাসড়কের বনবেল ঘড়িয়া বাইপাস ও নাটোর-বগুড়া মহাসকের দিঘাপতিয়ায় এ চেকপোস্ট স্থাপন করা হয়।
হরিশপুর বাইপাসে মাস্ক ব্যাবহার নিশ্চিত করতে পুলিশ সুপার লিটন কুমার সাহা অভিযান পরিচালনা করেন।
এ সময় নাটোর শহরের প্রবেশকারী সব যানবহনের চালক ও যাত্রীদের মাস্ক ব্যবহার নিশ্চিত করা হয়। যাদের কাছে মাস্ক ছিল না জেলা পুলিশের পক্ষ থেকে তাদের বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, করোনা প্রতিরোধে মাস্কবিহীন একজনকেও শহরে প্রবেশ করতে দেওয়া হবে না।