মাস্ক পরা নিশ্চিত করতে অভিযান শুরু করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এর অংশ হিসেবে বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই এলিট ফোর্স। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সর্বসাধারণের সচেতন করতেই এই অভিযান বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে রাজধানীর জনবহুল চারটি স্পট শাহবাগ, ফার্মগেট, জিগাতলা ও মিরপুর ও এর আশ-পাশের এলাকায় একযোগে এ অভিযান শুরু হয়।
এ সময় মাস্ক ব্যবহার না করায় এক গাড়িচালককে ৩০০ টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।
তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। প্রত্যেকের মাস্ক পরা নিশ্চিত করতে সচেতনতামূলক এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। তিনি বলেন, শাহবাগের মতো জনবহুল একটা এলাকায় বেশির ভাগ মানুষকে মাস্ক পরতে দেখা গেছে। তবে অনেকেই এখনও এ ব্যাপারে উদাসীন। কারো কারো সঙ্গে মাস্ক আছে, কিন্তু তারা মাস্ক পরছেন না। এ অবস্থায় ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি হলে অনেকেই বিভিন্ন অজুহাত দিয়ে বাঁচতে চাইছেন। সবাইকে সচেতন করতে এবং যারা মাস্ক পরছেন না তাদের সংশোধনের জন্য বিভিন্ন পরিমাণ অর্থদÐ দেওয়া হচ্ছে।
আদালত জানান, অভিযান পরিচালনাকালে দেখা যায়, ডাক্তার লেখা স্টিকারে একটি প্রাইভেটকারচালক মাস্ক ছাড়া গাড়ি চালাচ্ছেন। রাজধানীর শাহবাগ মোড়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় মাস্ক না পরায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় (পিজি) হাসপাতালের এক নার্সের গাড়িচালক মনিরুল ইসলামকে ৩০০ টাকা জরিমানা করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত