করোনা ভাইরাস সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের নীচাবাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট রুকসানা খাইরুন নেসা এই আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুকসানা খাইরুন নেসা জানান, করোনা ভাইরাস সংক্রমন রোধে সরকারী ভাবে মাস্ক ব্যবহার বাধ্যতামুলক করা হয়েছে। সেকারনে যেসকল প্রতিষ্ঠানে নো মাস্ক নো সেল সাইনবোর্ড নেই এবং যে সকল প্রতিষ্ঠানে সাইনবোর্ড থাকা সত্বেও নিয়ম না মেনে ক্রয় বিক্রয় হচ্ছে সেই সকল প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। পরিচালনাকালে ৫টি প্রতিষ্ঠানে ৩ হাজার ৮শ টাকা জরিমানা করেন এবং মাস্ক ব্যবহার না করা ব্যক্তিদের মাঝে মাস্ক বিতরণ করেন। সেই সাথে ক্রেতা বিক্রেতাদের মাঝে স্বাস্থ্য বিধি মানার জন্য সতর্ক করেন।