নিউজ ডেস্ক:
নদী ও মৎস্য সম্পদের উন্নয়ন ও রক্ষায় আগে থেকেই মনোনিবেশ করেছে প্রশাসন। তারই পরিপ্রেক্ষিতে মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীর তীরে ১৭ কোটি ২০ লাখ টাকার কারেন্ট জাল ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৪ জুলাই) দুপুরে সদরের নয়াগাও এলাকায় আল মদিনা ফিশিং নেট ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ৮৬ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম রফিকুল ইসলাম জানান, আল মদিনা ফিশিং নেট ফ্যাক্টরি থেকে ৮৬ লাখ মিটার কারেন্ট জাল ও তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১৭ কোটি ২০ লাখ টাকা। এ সময় ফ্যাক্টরির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ধলেশ্বরী নদীর তীরে জাল পুড়িয়ে ফেলা হয়।