ডেস্ক নিউজ
‘মোহনগঞ্জ থেকে সুনামগঞ্জে নতুন রেললাইন তৈরি ও মোহনগঞ্জ টু চট্টগ্রাম আন্তঃনগর ট্রেন চালু করা হবে।’ শুক্রবার আখলাকুল হোসাইন আহমেদ মেমোরিয়াল ট্রাস্ট্রের আয়োজনে মোহনগঞ্জ পৌর পাবলিক হলে ‘মুক্তিযুদ্ধে মোহনগঞ্জ মহেশখলা ইয়ুথ ক্যাম্প ও ডাক্তার আখলাকুল হোসাইন আহমেদ’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। অনুষ্ঠানে ট্রাস্ট্রের সভাপতি বইয়ের লেখক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে সাইফুল হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান। আরও বক্তব্য রাখেন- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, সুপ্রিম কোর্টের বিচারপতি এম এনায়েতুর রহিম, সাবেক সচিব উজ্জ্বল বিকাশ দত্ত, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, মোহনগঞ্জ পৌর মেয়র লতিফুর রহমান রতন প্রমুখ।
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা জানান, নেত্রকোনায় রেলওয়ে স্টেশনের যাত্রী সুবিধা বৃদ্ধির জন্য পস্নাটফর্ম উঁচুকরণ, স্টেশন বিল্ডিং রিনোভেশন, এক্সেস কন্ট্রোল এবং পস্নাটফর্ম শেড নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। নেত্রকোনা বড় স্টেশনে শুক্রবার সকালে এ পস্নাটফর্ম শেড নির্মাণকাজের উদ্বোধন করেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এমপি। বাংলাদেশ রেলওয়ে মহাব্যবস্থাপক (পূর্ব) জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। অনুষ্ঠানে ছিলেন জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান, পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী, রেলমন্ত্রীর সহধর্মিণী শাম্মী আক্তার, জেলা আ’লীগের সভাপতি মতিউর রহমান খান, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান প্রমুখ।