“বেশি বেশি মাছ চাষ করি- বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১২ টার দিকে জেলা মৎস্য অফিসের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বলা হয় জেলায় ৬৬ হাজার ৮৮৬ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়। এতে জেলার ৪২ হাজার ৩৭৬ মেট্রিক টন চাহিদা মিটিয়ে জেলার বাহিরে ঢাকাসহ বিভিন্ন স্থানে উদ্বৃত্ত মাছ পাঠানো হয়ে থাকে। মৎস্য চাষে দেশের মধ্যে নাটোর বর্তমানে প্রথম স্থানে রয়েছে। ২৮ আগষ্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত মৎস্য সপ্তাহে মৎস্য পোনা অবমুক্তকরণ, সফল ৩ জন মৎস্য চাষিকে পুরস্কৃত করা, মৎস্য চাষি ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়, প্রশিক্ষণসহ বিভিন্ন কর্মসুচি রয়েছে। মতবিনিময়কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাজিম উদ্দিন, সদ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সি, জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ কর্মকর্তাবৃন্দ।