ডেস্ক নিউজ
পানিসম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম বলেছেন, শেখ হাসিনা উন্নয়নের নেত্রী। তার হাত ধরেই বদলে যাচ্ছে বাংলাদেশের প্রতিটি স্তর। গ্রাম পরিণত হচ্ছে শহর-নগরে। শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। যতদিন শেখ হাসিনার হাতে দেশ, ততদিন পথ হারাবে না বাংলাদেশ।
গতকাল রোববার বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরভাগা ইউনিয়ন পরিষদ-গৌরঙ্গবাজার মরহুম সাহাবউদ্দিন মোল্যা সড়ক, সখীপুর-গৌরঙ্গবাজার বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন বেপারী সড়ক, সখীপুর-মোল্যার বাজার বীর মুক্তিযোদ্ধা আবেদুর রেজা খান সড়ক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সখীপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরদার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ কাইউম পাইক, চরভাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান সিকদার, সখীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরকার, সখীপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বপন সিকদার, থানা যুবলীগের আহ্বায়ক খালেক খালাসী, সখীপুর থানা ছাত্রলীগের সভাপতি সোমেল সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।