ডেস্ক নিউজ
যত টাকাই লাগুক সরকার জনগণের জন্য টিকা নিশ্চিত করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রয়োজনে দেশেই ভ্যাকসিন উৎপাদন করা হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (২৭ জুলাই) সকালে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ও জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে দেশের উন্নয়নে কাজ করছে। সঠিক পরিকল্পনা ও প্রশাসনিক কর্মকর্তাদের ইনোভেটিভ আইডিয়ায় দেশ এগিয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ডিজিটাল সেবায় সহজ হয়েছে জীবনযাত্রা। বঙ্গবন্ধুর আদর্শে দেশকে এগিয়ে নেয়া হচ্ছে। প্রশাসনের কর্মকর্তারা ভালো কাজের জন্য যেমন পুরস্কৃত হবেন; ঠিক তেমনি খারাপ কাজ করলে শান্তি পেতেই হবে।