ন
দিনব্যাপী নানা কর্মসুচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদা সহকারে নাটোরে মহান মে দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে আজ সোমবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে শহরের কানাইখালী মাঠ থেকে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞার নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের আলাইপুরস্থ অনিমা চৌধুরী অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। জেলার বিভিন্ন শ্রমিক সংগঠন শোভাযাত্রায় অংশ নেয়। সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় অন্যান্যের মধে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা
এর আগে জেলা আওয়ামী লীগের কাঁদিভিটাস্থ দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয়,কালো পতাকা ও শ্রমিক সংগঠনের পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতি নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু, অ্যাডভোকেট মালেক শেখসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাস ভবনে নানা আয়োজনে দিবসটি পালন করা হয়।