নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মাহমুদা বেগম কৃক বলেছেন, “যারা কাজ করবেন তারাই পদে থাকবেন। যারা পদ নিয়ে সভা-সমাবেশে আসবেন না তাদের মহিলা আ’ওয়ামী লীগে থাকার দরকার নেই।” রবিবার জেলা পরিষদের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে নাটোর জেলা মহিলা আওয়ামী লীগের এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য রতœা আহমেদ-এর সভাপতিত্বে কর্মী সভার উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাফিয়া খাতুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান, জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পিপি, নাটোর পৌর সভার মেয়র ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি উমা চৌধুরী জলি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল উসলাম রমজান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোর্তজা আলী বাবলু , জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা বিউটি আহমেদসহ নেতৃবৃন্দ। এ সময় নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার দুঃস্থ ও অসহায় মহিলাদের মাঝে ১৬ টি সেলাই মেশিন ও ৬ জনের মাঝে আড়াই লাখ টাকার চেক বিতরণ করা হয়।