ডেস্ক নিউজ
কোভ্যাক্স সুবিধার আওতায় এক সপ্তাহের মধ্যে বাংলাদেশে ৩৫ লাখ ডোজ মডার্নার টিকা পাঠানোর পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে আজ শনিবার রয়টার্সের খবরে বলা হয়েছে, আগামী সোমবার এই টিকাগুলো বাংলাদেশে পৌঁছাবে।
যুক্তরাষ্ট্র কোভ্যাক্স কর্মসূচির আওতায় গতকাল শুক্রবার ইউক্রেনে ২০ লাখ ডোজ টিকা পাঠিয়েছে বলেও জানান হোয়াইট হাউজের এই কর্মকর্তা।
কোভ্যাক্স সুবিধায় কিংবা সরাসরি বিশ্বের অন্যান্য দেশকে টিকা দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিশ্রুতি হিসেবে এই ডোজগুলো পাচ্ছে বাংলাদেশ।