ডেস্ক নিউজ
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, বেকার যুবকদের কর্মসংস্থানের জন্যই সারাদেশে শিল্পনগরী প্রতিষ্ঠা করা হচ্ছে।
বুধবার (২৩ অক্টোবর) নেত্রকোনার পুরাতন ডিসি অফিস মাঠে ক্ষুদ্র কুটির ও হস্তশিল্প মেলা উদ্বোধন উপলক্ষে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলাকে শিল্প কাঠামোর আওতায় আনা হচ্ছে। কিন্তু এই শিল্প নগরী চালু করতে গেলে প্রাকৃতিক গ্যাসের প্রয়োজন। প্রাকৃতিক গ্যাস সরবরাহ সম্ভব হবে না বিধায় এখন এলএমজি গ্যাস সরবরাহ করা হচ্ছে।
নাসিবের জেলা শাখার সহ-সভাপতি সোয়েব তানভীর হিমেলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ নজরুল ইসলাম খান, পুলিশ সুপার আকবর আলী মুনসী, জেলা চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ, রেড ক্রিসেন্টর সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, ট্রাক মালিক সমিতির সভাপতি আজাহারুল ইসলাম অরুন প্রমুখ।