রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য স্থিতিশীল রাখতে নাটোরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে বারোটার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভা প্রধানের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।
সভায় রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বিশেষ করে চাল, ভোজ্য তেল ও চিনির দর সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়। খেজুর, ডাবসহ মৌসুমী ফলের বাজার দর স্থিতিশীল রাখার কার্যকর পদক্ষেপ গ্রহন এবং খেজুরের রিপ্যাকিং কার্যক্রম রোধ করার সিদ্ধান্ত সভায় গ্রহন করা হয়। এক্ষেত্রে মধ্যসত্ত্বভোগীদের দৌরাত্ব রোধ এবং পাইকারী ও খুচরা পর্যায়ে পণ্যের মুল্যে ভারসাম্য রক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়। খাদ্য দ্রব্যে শরীরের জন্যে ক্ষতিকর রং বা রাসায়নিক মেশানের প্রবনতা রোধ করা করার জন্যেও বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। সভায় ব্যবসায়ী সমিতির সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করার সিদ্ধান্তও গ্রহন করা হয়। ফলের বাজার দরও মনিটরিং করার সিদ্ধান্ত সভায় গৃহীত হয়। মাস্ক ছাড়া পণ্য কেনাবেচা করা যাবে না। প্রয়োজনে ভ্রাম্যমান আদালত কার্যক্রম পরিচালনা করবে।
জেলা প্রশাসন আয়োজিত সভায় নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারওয়ার, অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক ফারাজী আহম্ম রফিক বাবন, জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তক্য রাখেন।