নিজস্ব প্রতিবেদক:
আসন্ন রমজান মাস উপলক্ষ্যে নিত্যপণ্যের বাজারে কেউ যেন কারসাজি করতে না পারে সেজন্য বাজার তদারকিতে নেমেছে নাটোর জেলা ও পুলিশ প্রশাসন। আজ বুধবার বিকেলে শহরের কানাইখালী ও নিচাবাজার এলাকায় চাল আড়ত সহ বিভিন্ন দোকানে অভিযানে যান জেলা প্রশাসক আবু নাসের ভুঞাঁ ও পুলিশ সুপার তারিকুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিনা সাত্তার সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার দোকানীদের সাথে কথা বলেন। তারা বলেন আসন্ন রমজান মাস উপলক্ষ্যে যেন দ্রব্য মূল্য বৃদ্ধি না পায়। সাধারন জনগনের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে। নিজেদের যতোটুকু লাভ না করলে না ততোটুকু লাভ করবেন।
পুলিশ সুপার বলেন, কোন অসাধু ব্যাবসায়ী যদি অবৈধভাবে নিত্যপণ্যের দাম বাড়ায় বা পণ্যর অবৈধ মজুদ করে তাহলে তাকে আইনের আওতায় আনা হবে। এটা দেখার জন্য পুলিশের গোয়েন্দা টিম সবসময় কাজ করবে।