নিউজ ডেস্ক:
দেশে চলমান ভেজাল বিরোধী অভিযানে রাজধানীর খিলগাঁওয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বাসি খাবার সংরক্ষণ করে বিক্রি করায় চার বেকারিকে ৪ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ ৫০ মণ বিস্কুট ধ্বংস করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- নিউ সুপার কুইন বেকারি, চাটলা বেকারি, তিতাস বেকারি ও ভাই ভাই বেকারি।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানটি পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান। আদালতকে সহায়তা করে র্যাব-৩ এর একটি দল।
র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার জানান, অভিযানে আদালত দেখতে পায়, বেকারিগুলো অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ ও পচা বিস্কুট সংরক্ষণ করে বিক্রি করছে। এসব অপরাধে নিউ সুপার কুইন বেকারিকে দেড় লাখ টাকা, চাটলা বেকারিকে ৫০ হাজার টাকা, তিতাস বেকারিকে দেড়লাখ টাকা ও ভাই ভাই বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।