রাজশাহীর তানোরে গির্জায় ক্ষুদ্র নৃগোষ্ঠী তরুণীকে তিনদিন আটকে রেখে ধর্ষণ মামলায় ফাদার প্রদীপ গ্যাগরীকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতরাতে তরুণীর ভাই বাদি হয়ে মামলা করলে, খ্রিস্টান ধর্মপল্লী বিশপ হাউজ থেকে ফাদার প্রদীপকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে তাকে তানোর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, গত ২৬ সেপ্টেম্বর গির্জার পাশে ঘাস কাটতে গিয়ে নিঁখোজ হন ওই তরুণী। পরে, খোঁজ মেলে ওই তরুণী গীর্জার ফাদার প্রদীপের ঘরে বন্দি আছেন। ভুক্তভোগী তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে।
ভুক্তভোগীর পরিবারের দাবি, গত ২৬শে সেপ্টেম্বর সকালে ঘাঁস কাটতে গিয়ে নিখোঁজ হন ওই কিশোরী। তাকে না পেয়ে পরদিন তার ভাই থানায় সাধারণ ডায়েরি করেন।