নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর সাহেব বাজারের একটি আবাসিক হোটেল থেকে মানব পাঁচার চক্রের ৭ নারী সহ ১৬ সদস্যকে আটক করেছে র্যাব-৫ সিপিসি নাটোর ক্যাম্পের সদস্যরা। গতরাতে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সাহেব বাজারের আবাসিক হোটেল ওয়েলকাম থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ এক লাখ ৯ হাজার টাকা ও ২১টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বোয়ালিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাহেব বাজারের আবাসিক হোটেল ওয়েলকাম এ অভিযান চালায় র্যাবের একটি টিম। অভিযানকালে হোটেলের ৩য় তলা থেকে মানব পাচার চক্রের ৭ নারী সদস্য সহ ১৬ সদস্যকে আটক করা হয়। রাতে আটককৃতদের নাটোর ক্যাম্পে নিয়ে এসে সাংবাদিকদের সামনে হাজির করে সকালে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ঠ থানায় সোপর্দ করা হয়। আটককৃত পুরুষ সদস্যরা হলেন, রাজশাহীর রামচন্দনপুর এলাকার আবেদ সরকারের ছেলে আমিনুল ইসলাম,নওশাদ আলীর ছেলে আসাদ আলী,বাবলুর রহমানের ছেলে সাধীন, হোসনীগজ্ঞ গ্রামের মৃত মাজদার রহমানের ছেলে গোলাম রাব্বানী সৈয়দপুরের নিজবাড়ী গ্রামের শিশিন চন্দ্র দাসের ছেলে সুজন দাস,রাজশাহীর দূর্গপুরের পাঁচুবাড়ী এলাকার তমসের আলীর ছেলে শহিদুল ইসলাম,ছত্রগাছা এলাকার একরাম আলীর ছেলে মোকলেছুর রহমান,নারায়নপুরের মৃত সাহাদ আলীর ছেলে নসিব আলী ও হাদির মোড় এলাকার রমজান আলীর ছেলে শাহিন ইসলাম। বাঁকী ৭জন নারীর পরিচয় গোপন রাখা হয়েছে।